আজই খুলতে হবে পোর্টাল পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

Must read

প্রতিবেদন : আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এদিকে, দেখা গিয়েছে বিভিন্ন স্কুল মিলিয়ে এখনও প্রায় ৫০ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। এই নিয়ে দায়ের হয়েছিল মামলা। এবার তাতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে পোর্টাল খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। সেখানে স্কুলগুলিকে অ্যাডমিটের জন্য আবেদন করতে হবে। এরপর পর্ষদের অফিস থেকে সেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। হাইকোর্টের আরও নির্দেশ, আগামী ৯ তারিখের মধ্যে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড, আর সমস্ত খরচ বহন করবে স্কুল। স্কুলগুলোকে এই সংক্রান্ত বিষয়ে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। যাদের অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে গিয়ে ঠিক করাতে পারবেন। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ তিনবার স্কুলগুলোকে সময় দিয়েছিল অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানোর জন্য। এ ছাড়াও কারও যদি নাম-ঠিকানা বা অন্য কোনও তথ্যে ভুল থাকে সেক্ষেত্রেও শোধরানোর সময় দেওয়া হয়েছিল। কিন্তু বেশ কিছু স্কুল গুরুত্ব দেয়নি। এবার যে স্কুলগুলোতে এই ধরনের সমস্যা হয়েছে তাদের জরিমানা করা হল।

আরও পড়ুন-সমবায় নির্বাচনে নয় আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

Latest article