প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে আর সিবিআই তদন্তে ভরসা নেই! তাই এই নিয়ে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু এই নিয়ে মঙ্গলবার কোনও মামলা নিল না হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ। বিচারকের পর্যবেক্ষণ, এই মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন আছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও নজরদারি করছে। তাই এই মুহূর্তে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় গ্রহণ করবে না বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে বিচারপতি জানান, আপনারা প্রধান বিচারপতির কাছে যান। তিনি যদি আমাকে এই মামলা শুনতে বলেন, তাহলে আমি শুনব। তার আগে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।
আরও পড়ুন- দুবাইয়ে ভারত-পাক ম্যাচ ২৩ ফেব্রুয়ারি, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষিত