হাইকোর্টের ভর্ৎসনা

আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায়, সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে রাজ্য সরকার মনে করছে?

Must read

মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় গুজরাত হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি আশুতোষ শাস্ত্রীর ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। সেতু ভেঙে পড়ার ঘটনায় গুজরাতের বিজেপি সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করে ডিভিশন বেঞ্চ। সোমবার বেঞ্চ বলেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এক সঙ্গে এত মানুষের মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন-ট্যুইটারের ডিগবাজি

আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায়, সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে রাজ্য সরকার মনে করছে? বর্তমানে সেতুর স্ট্যাটাস রিপোর্ট কী? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গুজরাত সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছে বেঞ্চ। ডিভিশন বেঞ্চ এদিন গুজরাতের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মোরবি পুরনিগম, মোরবি পুরনিগমের মহানাগরিক, নগরোন্নয়ন দফতরকে নোটিশ পাঠিয়েছে।

Latest article