ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরে পার্কস্ট্রিটের ম্যাগমা-র ভাঙার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।

Must read

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরে পার্কস্ট্রিটের ম্যাগমা-র ভাঙার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। শনিবার, তার একাংশ ভাঙাও হয়। তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় ম্যাগমা। এরপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি গৌরাঙ্গ কান্থ। সোমবার, বিচারপতি মৌখিক নির্দেশ দেন, যে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন পর্যন্ত রেস্তোরাঁ ভাঙা যাবে না।

আরও পড়ুন-সাউ-ভাই শীঘ্রই ফিরে আসুন ঘরে

বৃহস্পতিবারই, দিঘা থেকে ফিরেই পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁর সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বিল্ডিং-এ নীচে সারি সারি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) মজুদ করা ছিল। ছাদে রেস্তোরাঁ। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসুকে জরুরিকালীন বৈঠকে বসার নির্দেশ দেন। এর পরেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ম্যাগমা হাউজকে বেআইনি নির্মাণ বলে নোটিশ ধরিয়ে শনিবার ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। এর বিরোধিতা করে আদালতে যায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

আরও পড়ুন-ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থানের বিধায়ক

সোমবার শুনানিতে আইনজীবী বলেন, “কোনও আলোচনা ছাড়াই রুফটফ ভেঙে দিয়েছে পুরসভা ও কলকাতা পুলিশ।” তাঁদের প্রশ্ন, অগাস্ট মাস পর্যন্ত ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স আপডেট থাকার পরও ভেঙে দেওয়া হল কেন! জিনিসপত্র সরাতে ১৫ দিন সময় চায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয়, গত বছর থেকেই কলকাতা পুরসভার (KMC) বিল্ডিং আইনের ৪০০(৮) নোটিশ দেওয়ায় হয়েছিল।

দীর্ঘ সওয়াল-জবাবের পরে বিচারপতি কান্থ জানান, এভাবে পুরসভা নোটিশ দিয়ে রেস্তোরাঁ ভাঙতে পারে না। বিচারপতি মৌখিক নির্দেশ দেন, বৃহস্পতিবার পর্যন্ত রেস্তোরাঁ ভাঙা যাবে না।

 

Latest article