সংবাদদাতা, বারাকপুর : সোমবার সাতসকালে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার টিটাগড় (Titagarh) পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতল। স্থানীয় কলাবাগান অঞ্চলের ওই বহুতলে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন-২৪ মে আসছে ২০ জনের বিদেশি ভক্তের দল, দিঘার জগন্নাথধাম দেখতে আগ্রহী হেনরি ফোর্ডের নাতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বহুতলের পাঁচতলার ছাদের উপর বেশ কয়েকটি ঘর রয়েছে। তার একটি ঘরেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় ঘর ফাঁকা ছিল ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের জেরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের জেরে ওই ঘরের দেওয়াল ভেঙে পাশের বস্তিতে গিয়ে পড়ে। তার ফলে পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ভোরবেলা হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ঘুমোচ্ছিলেন। আচমকাই বিকট শব্দে ভেঙে পড়ে ওই বাড়ির দেওয়াল। কী থেকে এই বিস্ফোরণ, জানতে তদন্তে নেমেছে টিটাগড় থানা। ওই বহুতলে সাতটির বেশি ঘর ছিল। বহু মানুষ বাস করেন ওই আবাসনে।