লন্ডন, ২৫ সেপ্টেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের খেলা এখন অনেকটাই নিশ্চিত। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে অনেক এগিয়ে আছেন রোহিত শর্মারা।
আগামি জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট ফাইনাল। তারপর গ্রীষ্মে ভারতের সঙ্গে লর্ডসে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। কিন্তু টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার পর সেইসব ম্যাচে মাঠে কত লোক হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন-নিম্নচাপের বৃষ্টি, ৯ জেলায় সতর্কতা
লর্ডসে টিকিটের দাম বৃদ্ধির ব্যাপারটা অবশ্য আগেই ঘটেছে। ইংল্যান্ড এই মাঠে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু এই দুই টেস্টে, বিশেষ করে ম্যাচের চতুর্থ দিন এত কম লোক মাঠে এসেছে যে মানুষ অবাক হয়েছে। ভারতের বিরুদ্ধে টেস্টের প্রথম তিন দিন টিকিটের দাম খুব বেশি। প্রথম তিন দিন সবথেকে কম দামের টিকিট হবে ৯০ পাউন্ডের। এছাড়া লর্ডসের অন্য দুই প্রান্তের টিকিটের দাম থাকছে ১৭৫ পাউন্ড ও ১২০ পাউন্ড। শেষদিনে অবশ্য টিকিটের দাম বেশ কিছুটা কম থাকছে। আইসিসি টেস্ট ফাইনালের টিকিটের দাম হবে ৭০- ১৩০ পাউন্ড। এছাড়া ১৬ বছরের কম বয়স যাদের, তাদের কোন টিকিট থাকছে ২০-৫০ পাউন্ডের। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মেয়েদের একদিনের ম্যাচও রয়েছে। সেই ম্যাচের টিকিটের দাম ধার্য হয়েছে ২৫-৪৫ পাউন্ড।