আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শনিবার সকাল থেকেই তার প্রভাব শুরু হয়েছে রাজ্যের বেশ কিছু অংশে। আজ সকালে প্রবল বৃষ্টিতে স্বস্তি পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকটাই। শুধু তাই নয়, আজ সকালে দিঘার সমুদ্রের চেহারা পাল্টে গিয়েছে। প্রবল জলোচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। ওল্ড দিঘার সমুদ্রপাড়ে হাঁটু জলে পর্যটকরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাতে। শনিবার দুপুরের মধ্যে চিলকা এলাকা দিয়ে ওড়িশায় স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। দিঘা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে। আগামী ২২ জুলাই পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।
আরও পড়ুন-চিকিৎসার অজুহাতে তরুণীর মাথায় ১৮টি সুচ গাঁথলেন তান্ত্রিক
এদিকে পর্যটকের ঢল নেমেছে দিঘার সমুদ্র সৈকতে। বর্ষায় এমন তীব্র জলোচ্ছ্বাস বেশ উপভোগ্য। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। দিঘা, কাঁথি, মন্দারমনি, তমলুক সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই আবহাওয়ায় পরিবর্তন হয়েছে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে পুলিশ ও প্রশাসনের তরফে নির্দেশিকা ও সতর্কবার্তা জারি করা হয়েছে।