সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জঙ্গলমহলে সাঁওতালি ভাষার মাধ্যমে উচ্চমাধ্যমিক স্তর অবধি পড়াশোনার ব্যবস্থা চালু করেছেন। এবার কলেজ স্তরেও শুরু হচ্ছে অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠনপাঠন। পুরুলিয়া জেলার লালপুর মহাত্মা গান্ধী কলেজে চলতি বছরেই কলাবিভাগে দুটি এবং বিজ্ঞান বিভাগে একটি মেজর (অনার্স) বিষয়ে পঠনপাঠন চালু হবে। আগামী ৮ অগাস্ট থেকে এই তিনটি বিষয়েই ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলা বিভাগে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স থাকছে। এই দুটি বিভাগে আসন ৪০টি করে। বিজ্ঞান বিভাগে অনার্স থাকছে প্রাণিবিদ্যায়। আসন সংখ্যা ১০। কলেজ পরিচালন সমিতির সভাপতি গুরুপদ টুডু বলেন, জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের বহুদিনের দাবি ছিল স্নাতক স্তরে সাঁওতালি ভাষার মাধ্যমে পঠনপাঠন। মুখ্যমন্ত্রী সেই দাবি পূরণ করেছেন। জেলা তৃণমূল তপসিলি উপজাতি সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি বলেন, চলতি বছরে আমাদের জেলায় ১৬জন ছাত্রছাত্রী সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
আরও পড়ুন-এক আদিম অরণ্য
এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও অনেক ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছেন। তাই এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, রাজ্য উচ্চশিক্ষা দফতর লালপুর মহাত্মা গান্ধী কলেজে সাঁওতালি ভাষায় তিনটি বিষয়ে অনার্স চালু করতে সবুজ সংকেত দিয়েছে। মুখ্যমন্ত্রী চান, জনজাতিগুলি নিজের ভাষাতেই উচ্চশিক্ষা লাভ করুক। সেই মতোই এবার উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরেও গোটা জঙ্গলমহল শুরু হচ্ছে অলচিকি ভাষায় পঠনপাঠন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…