প্রতিবেদন : চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary exam)। এই বছর পরীক্ষার আগেই মেয়েদের জয়জয়কার। সংসদ জানাচ্ছে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। ২৩টি জেলাতেই ছবিটা একই রকম। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary exam)য় পরীক্ষার্থীর সংখ্যা ৫,০৮,৪১৩। ছাত্রের সংখ্যা ২,৩০,৪২১, ছাত্রীর সংখ্যা ২,৭৭,৯৯২। অর্থাৎ ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকে ৪৭,৫৭১ জন বেশি।
অতীত থেকে শিক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার কোমর বেঁধে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বেশ কিছু নিয়ম তৈরি করেছে সংসদ কর্তৃপক্ষ। প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর। এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। যা লিখতে হবে উত্তরপত্রে। তার পাশাপাশি কিউআর কোড এবং বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠান তাহলে কে এই কাজ করেছে তা আমরা খুব দ্রুততায় ধরে ফেলব। কারণ নিরাপত্তাজনিত আরও একটি বিষয় প্রশ্নপত্রে থাকবে। তবে একাধিকবার চেক করার পরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক গেজেট বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায় তাহলে সেই পরীক্ষার্থীর ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
আরও পড়ুন- চক্রান্তের উদ্দেশ্যে অভিষেকের নাম ভাসাল সিবিআই, পাল্টা কড়া বিবৃতি
এই বছর সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কম করে দুজন পর্যবেক্ষক থাকবেন। তাঁদের মধ্যে একজন ভেনু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নপত্র নিয়ে আসবেন। অন্য আরেকজন কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা যোগাযোগের কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কিনা তা নিশ্চিত করবেন। তার সঙ্গে প্রত্যেকটা পরীক্ষাকেন্দ্রে কম করে দুটো সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।
আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ১৮ মার্চ পর্যন্ত। সকাল ৯টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি রয়েছে সকল পরীক্ষার্থীর। সকাল দশটা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বেলা ১.১৫ নাগাদ।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। এই প্রসঙ্গে সভাপতি জানান, সেই বছর পরীক্ষায় পাশ করেছিলেন ৫,৬৫,৪২৮। যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করেছিলেন প্রায় ৫ লাখ ৬৪ হাজার। মাধ্যমিক পরীক্ষার পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায়। যেমন অনেকেই ডিপ্লোমা করেন। তাই সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
প্রসঙ্গত, এই বছরেই শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। তবে যারা এইবার অনুত্তীর্ণ হবে তারা পুরনো নিয়মেই পরীক্ষা দেবে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। তার মধ্যে ১৩৬টি স্পর্শকাতর কেন্দ্র।