শান্তিতে উচ্চমাধ্যমিক, ভন্ডুল ক্যামেরা নিয়ে বামেদের নাটক

Must read

প্রতিবেদন : নির্বিঘ্নেই কাটল উচ্চমাধ্যমিক (higher secondary) পরীক্ষার প্রথম দিন। কোচবিহার থেকে কাকদ্বীপ শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিলেন ছাত্র-ছাত্রীরা। সর্বত্রই সজাগ ছিল প্রশাসন। পরীক্ষার্থীদের যেকোনও প্রয়োজনে তারা এগিয়ে এসেছে। যদিও ক্যামেরা সঙ্গে নিয়ে বাম ছাত্ররা ধর্মঘটের নাটক করলেও তা ধোপে টেকেনি। কেউই তাদের পাত্তা না দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন এবং নির্বিঘ্নে পরীক্ষাও দিয়েছেন। বেশ কিছু জায়গায় পুলিশ ধর্মঘটীদের পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেয়। কলকাতা-সহ শহরতলি, জেলার সর্বত্র পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি রাস্তাঘাটেও কড়া নজরদারি রেখেছিল পুলিশ প্রশাসন। পরীক্ষার্থীদের হলে পৌঁছতে যাতে দেরি না হয় সে বিষয়ে তৎপর ছিল প্রশাসন। ফলে পরীক্ষার (higher secondary) প্রথম দিন কোনওরকম সমস্যা ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে হাসিমুখেই পরীক্ষাকেন্দ্র বেরিয়েছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন- ট্যাংরার ছায়া আলিপুরদুয়ারে, পরিবারের ৩ জনের দেহ উদ্ধার

Latest article