আজ উচ্চমাধ্যমিক, বাধায় কড়া পদক্ষেপ

কিন্তু রাস্তায় পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা হলে সে-বিষয়ে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন নগরপাল।

Must read

প্রতিবেদন : রাজনৈতিক কর্মসূচির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হলে তার যথাযথ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিন স্পষ্ট জানিয়ে দিলেন নগরপাল মনোজ ভার্মা। পরীক্ষার্থীদের অসুবিধা করে কোনওরকম রাজনৈতিক কর্মসূচির নামে বেয়াদপি বরদাস্ত করা হবে না বলে এদিন স্পষ্ট করেন তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা জানিয়ে দিলেন, রাস্তায় যথেষ্ট পরিমাণে মোতায়েন থাকবে আইপিএস, পুলিশ। এছাড়াও পরীক্ষার্থীদের সহায়তার জন্য কলকাতা পুলিশ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। ৯৪৩২৬-১০০৩৯— এই নম্বরে ফোন করলেই পরীক্ষার্থীদের যেকোনও সমস্যার সমাধানে এগিয়ে আসবে কলকাতা পুলিশ। এদিকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। কিন্তু রাস্তায় পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা হলে সে-বিষয়ে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন নগরপাল।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রীর উপর হামলা প্রতিবাদে মুখর হল বাংলা

মনোজ ভার্মা বলেন, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। আজ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। যে-সব রাজনৈতিক দল কর্মসূচি রেখেছে, তারা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। মনোজ ভার্মা আরও জানান, তাঁদের কাছে কোনও রাজনৈতিক সংগঠনই অনুমতি চেয়ে ইমেল করেনি। সোশ্যাল মিডিয়াতেই নানা কর্মসূচির কথা তাঁরা জানতে পারছেন। তবে যেহেতু সোমবার হাজার হাজার ছেলেমেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ একযোগে পরীক্ষার্থীদের নিরাপত্তায় ময়দানে থাকছে।
সাংবাদিক বৈঠকে কলকাতার সিপির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও। তিনিও কার্যত একই কথা স্পষ্ট করেন। কোনও সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানা, চোখের সামনে কর্তব্যরত পুলিশকে জানান। পরীক্ষার্থীদের যাতে রাস্তাঘাটে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, তা নিয়ে কড়া বার্তা দেন পুলিশ আধিকারিকরা।
এবার প্রতিটি কেন্দ্রেই থাকবে মেটাল ডিটেক্টর। মোট ২০৮৯টি ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। আগে ভেন্যু সুপারভাইসারের কাছে প্রশ্নপত্র প্যাকেট করে পাঠানো হত। এবার সিল করা পলিপাউচ ক্লাসে ক্লাসে পৌঁছে যাবে। এছাড়াও প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়। পর্যাপ্ত পানীয় জল রাখতে বলা হয়েছে।

Latest article