বঙ্গ

আজ উচ্চমাধ্যমিক, বাধায় কড়া পদক্ষেপ

প্রতিবেদন : রাজনৈতিক কর্মসূচির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হলে তার যথাযথ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিন স্পষ্ট জানিয়ে দিলেন নগরপাল মনোজ ভার্মা। পরীক্ষার্থীদের অসুবিধা করে কোনওরকম রাজনৈতিক কর্মসূচির নামে বেয়াদপি বরদাস্ত করা হবে না বলে এদিন স্পষ্ট করেন তিনি। সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে কলকাতা পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা জানিয়ে দিলেন, রাস্তায় যথেষ্ট পরিমাণে মোতায়েন থাকবে আইপিএস, পুলিশ। এছাড়াও পরীক্ষার্থীদের সহায়তার জন্য কলকাতা পুলিশ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। ৯৪৩২৬-১০০৩৯— এই নম্বরে ফোন করলেই পরীক্ষার্থীদের যেকোনও সমস্যার সমাধানে এগিয়ে আসবে কলকাতা পুলিশ। এদিকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। কিন্তু রাস্তায় পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা হলে সে-বিষয়ে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন নগরপাল।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রীর উপর হামলা প্রতিবাদে মুখর হল বাংলা

মনোজ ভার্মা বলেন, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। আজ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। যে-সব রাজনৈতিক দল কর্মসূচি রেখেছে, তারা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। মনোজ ভার্মা আরও জানান, তাঁদের কাছে কোনও রাজনৈতিক সংগঠনই অনুমতি চেয়ে ইমেল করেনি। সোশ্যাল মিডিয়াতেই নানা কর্মসূচির কথা তাঁরা জানতে পারছেন। তবে যেহেতু সোমবার হাজার হাজার ছেলেমেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ একযোগে পরীক্ষার্থীদের নিরাপত্তায় ময়দানে থাকছে।
সাংবাদিক বৈঠকে কলকাতার সিপির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও। তিনিও কার্যত একই কথা স্পষ্ট করেন। কোনও সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানা, চোখের সামনে কর্তব্যরত পুলিশকে জানান। পরীক্ষার্থীদের যাতে রাস্তাঘাটে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, তা নিয়ে কড়া বার্তা দেন পুলিশ আধিকারিকরা।
এবার প্রতিটি কেন্দ্রেই থাকবে মেটাল ডিটেক্টর। মোট ২০৮৯টি ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। আগে ভেন্যু সুপারভাইসারের কাছে প্রশ্নপত্র প্যাকেট করে পাঠানো হত। এবার সিল করা পলিপাউচ ক্লাসে ক্লাসে পৌঁছে যাবে। এছাড়াও প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়। পর্যাপ্ত পানীয় জল রাখতে বলা হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago