প্রতিবেদন : সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন হল উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। সোমবার থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হল। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার ব্যবস্থায়। প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সংসদ সচিব প্রিয়দর্শনী মল্লিক ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে যান। তিনি জানান, উচ্চমাধ্যমিকে এই প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা হল। গোটা রাজ্যের কোথাও কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন-যুব-প্রতিবাদে উত্তাল ডোরিনা
সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ওএমআর শিট দেওয়া হয়েছে বলেও জানালেন সংসদ সভাপতি। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, গোটা রাজ্যেই প্রথম দিনের পরীক্ষার পরে কোনও ধরনের অভিযোগ নেই। কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। কিছু পরীক্ষার্থী প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা নিয়ে বিভ্রান্ত ছিল। ভুল হলে কী হবে— তা নিয়ে উদ্বিগ্ন ছিল দ্বাদশের পরীক্ষার্থীরা। সেই প্রশ্নের উত্তর দিয়ে সংসদ সভাপতি জানান, সব প্রতিযোগিতামূলক পরীক্ষাই ওএমআর শিটে হয় বর্তমানে। সেক্ষেত্রে অতিরিক্ত ওএমআর দেওয়া হয় না। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অতিরিক্ত ওএমআর-এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমদিন যে কেন্দ্রে পরিদর্শনে যান সংসদ সভপতি সেখানেই ১০-১২টি অতিরিক্ত ওএমআর দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রথম দিনের পরীক্ষার শেষে নতুন ব্যবস্থায় পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করে পরীক্ষার্থীরাও।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…