কবে দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের প্রভিশনাল রেজিস্ট্রেশন? জানাল সংসদ

Must read

৩০ অগাস্ট দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের প্রভিশনাল রেজিস্ট্রেশন (Provisional Registration) সার্টিফিকেট। সোমবার এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। সেই পরীক্ষা প্রভিশনাল সার্টিফিকেটের (Provisional Registration) মাধ্যমেই দিতে হবে পড়ুয়াদের।

আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে না উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষায়। সংসদের স্কুল পোর্টালে আপলোড করা হবে সেই সার্টিফিকেটের অনলাইন কপি। তা ডাউনলোড করে প্রিন্ট বের করে পড়ুয়াদের মধ্যে বিলি করবে স্কুল। তাতে ত্রুটি থাকলে, ১০ সেপ্টেম্বরের মধ্যে সংসদের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে স্কুলগুলিকে। সংশোধন করে দেবে সংসদ। এবং চূড়ান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে আগামী নভেম্বর মাসে ক্যাম্প অফিস করেই।

আরও পড়ুন- দ্রুত শুরু হবে গঙ্গাসাগর সেতুর কাজ, জমা ডিপিআর

সংসদ আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পোর্টালে রেজিস্ট্রেশনের চেকলিস্ট প্রকাশ করবে। এই তালিকায় থাকবে ছবি ছাড়া এবং সইয়ের ভুল থাকা রেজিস্ট্রেশনগুলি। এগুলি ঠিক করার সময় ২৯ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত। তবে এই সংশোধন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। যদি, স্কুলগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধনগুলি না করে, তাহলে সেটাই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে।

Latest article