আগামী ৭ই মে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result) ফল ঘোষণা হতে চলেছে। সোমবার বিকেলে ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল কাউন্সিল। এদিন বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা হবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় এবার ফলপ্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের।
আরও পড়ুন-বিকেলে জগন্নাথ মন্দির পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, বাজল মুখ্যমন্ত্রীর নিজের লেখা গান
এই বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। এই বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। তাই যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়মের কথা জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে সংসদ স্পষ্ট করে দিয়েছিল, নির্দিষ্ট নিয়ম মানতেই হবে পরীক্ষার্থীদের। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন-২রা মে খুলছে কেদারনাথের দরজা, খুলছে বদ্রীনাথ ও তুঙ্গনাথ মন্দির
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৫ লক্ষ ৯ হাজার জন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।