প্রতিবেদন : পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় কাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। এদিন দুপুর ১২.৩০টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে সংসদ। এরপর দুপুর দুটো থেকে সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
আরও পড়ুন-চুপি-চুপি কারচুপি ভোটার লিস্টে কমিশনের কেলেঙ্কারি ফাঁস
মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল জানা যাবে। এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। দ্বাদশের দ্বিতীয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার হবে ফেব্রুয়ারিতে। দ্বাদশ শ্রেণির ২টি সেমিস্টারের নম্বর যোগ করে তারপরেই মূল রেজাল্ট প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে পারবে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক তা ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

