বুধবার ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (Higher Secondary 2024 Result)। দুপুর ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর ঠিক দু’ঘণ্টা পর দুপুর ৩টে থেকে অনলাইনে ফল দেখতে পাবে পড়ুয়ারা।
আরও পড়ুন- সাহিত্যিক-শিল্পোদ্যোগী মৌ রায়চৌধুরীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল (Higher Secondary 2024 Result) দেখতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে। ওয়েবসাইটে ফল দেখার জন্য হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেখা যাবে রেজাল্ট। যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha।
১০ মে সকাল ১০টা থেকে রেজাল্ট দেওয়া হবে স্কুলগুলি থেকে। এবারই প্রথম তৎকাল পরিষেবা চালু করছে সংসদ। মার্কশিট হাতে পাওয়ার পর রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। এই আবেদনের ৭ দিনের মধ্যেই রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট জানানো হবে। যদিও তৎকাল পরিষেবা পেতে গেলে অতিরিক্ত ফি দিতে হবে।