বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস (Syllabus)। বিকাশ ভবন একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস বদলানোর ক্ষেত্রে অনুমোদন দিল। এই বছরে যারা একাদশ শ্রেণির পাঠ শুরু করবে, তাদের নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দেবেন। ইতিমধ্যেই নতুন বইও বাজারে আসতে চলেছে। কিছুদিন অআগেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এসেছে। সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সিলেবাস পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন-নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
প্রায় ১২ বছর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এক দশকের বেশি সময় পর ফের বদলাচ্ছে সিলেবাস। সূত্রের খবর, বাংলা, ইংরেজির সিলেবাসের বেশিরভাগটাই বদলে যাচ্ছে। বিজ্ঞানের ক্ষেত্রে খুব একটা বদল আসছে না।
আরও পড়ুন-কলকাতার ব্যাঙ্কে আইএমপিএসে ৮২০ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন, তদন্তে নামল সিবিআই
ইতিহাসের সিলেবাস আরও আধুনিক করা হচ্ছে। প্রাচীন ইতিহাসের একটা বড় অংশ শিক্ষাবিদদের পরামর্শ নিয়েই পাঠ্যক্রম থেকে বাদ যাচ্ছে । স্বাধীনতা পরবর্তী ঘটনাক্রম বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। একেবারে সাম্প্রতিক ঘটনারও উল্লেখ থাকবে । ভারতে হওয়া জি ২০ সম্মেলনের কথাও উল্লেখ থাকতে পারে বলেই মনে করছে শিক্ষা দফতর। বাংলা ও ইংরেজির প্রায় সব পদ্য ও গদ্য পরিবর্তন করা হচ্ছে। বাণিজ্য বিভাগে বা কমার্সে আধুনিক বিষয়ের ওপর নজর দেওয়া হচ্ছে। জিএসটি থাকতে পারে। বিজ্ঞানের সিলেবাসে যদিও খুব একটা পরিবর্তন হয়নি। সূত্রের খবর, চলতি মাসে আনুষ্ঠানিকভাবে নতুন সিলেবাস জানানো হবে।
আরও পড়ুন-জনগর্জনে উঠবে তৃণমূল ঝড়
প্রসঙ্গত, আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম। দু বছরে চার বার পরীক্ষা হবে। দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বর গড় করে প্রকাশিত হবে ফলাফল।