পুজোর আমেজ বজায় রেখেই এবার বাংলাদেশ থেকে আসছে ইলিশ (Hilsa)। বাঙালির পাতে আর কয়েকদিনের মধ্যেই রুপোলি শস্যর আগমন। প্রতিবারই বাংলাদেশ থেকে পুজোর সময় ইলিশ আসে ভারতে। এবারেও ব্যতিক্রম নয়। ২০২৫ দুর্গাপুজোর সময় ১২০০ টন ইলিশ ভারতে রফতানি করতে চলেছে বাংলাদেশ। যদিও সেটা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন-ক্ষুব্ধ পুজোর উদ্যোক্তারা মানবেন না দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর আজব ফতোয়া
সোমবার বাংলাদেশের ইউনুস সরকারের বাণিজ্য মন্ত্রক এই বিষয়ে জানিয়েছে, তারা ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রফতানি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছরই বাংলাদেশের ইলিশের চাহিদা বাংলায় পুজোর সময় থাকে। সবদিক খতিয়ে দেখেই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক এই নির্দেশ জারি করেছে, যে রফতানিকারকরা বাংলাদেশে এই বিষয়ে আগ্রহী, তাঁরা, ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অফিসে আবেদন করতে পারবেন। বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্স সহ একাধিক নথি পেশ করতে হবে। এই বছর বাংলাদেশ থেকে যে ইলিশ ভারতে রফতানি করা হবে, তার মূল্য ন্যূনতম প্রতি কেজিতে সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন-প্রয়াত সাংবাদিক সংকর্ষণ ঠাকুর
প্রসঙ্গত, এই বছরে বাংলাদেশ থেকে গত বছরের তুলনায় অনেকটাই কম ইলিশ রফতানি করছে ঢাকা। ইউনুস সরকারের দেশ গত বছর পুজোর সময় যে পরিমাণ ইলিশ ভারতে রফতানি করেছিল, তার অর্ধেক এই বছর আসবে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও অবশেষে ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল ইউনুস সরকার। এই বছর তারও অর্ধেক ইলিশ ভারতে রফতানি করা হবে। যদিও শর্ত আছে বাংলাদেশের সরকার যেকোনও সময় ইলিশ রফতানি বন্ধ করতে পারে।