বিশ্বের ধনীদের তালিকায় আর শীর্ষস্থানে নাম নেই মোদি ঘনিষ্ঠ গৌতম আদানির (Gautam Adani)। ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন আদানি। একসময় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে থাকা মোদি ঘনিষ্ঠ আদানি এখন তালিকায় ক্রমশ নীচের দিকে নেমে যাচ্ছেন। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের পর তাঁর এই অবনতি বলে মনে করা হচ্ছে।
গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের (Gautam Adani)। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স বলছে, সে দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার (প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।এরপরই প্রকাশিত হয় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের সেই বিতর্কিত রিপোর্ট। যেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। এরপরই নামতে থাকে আদানিদের সংস্থাগুলির শেয়ারের দাম।
আরও পড়ুন: এবার ভূকম্পন আফগানিস্তান ও তাজিকিস্তানে
ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)।যদিও ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর বুধবারের তালিকা অবশ্য জানাচ্ছে ধনী তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।