৩৪,৯০০ কোটি টাকার পেট্রোকেম প্রকল্প স্থগিত রাখল আদানি গোষ্ঠী

Must read

প্রতিবেদন : গুজরাতের মুন্দ্রায় ৩৪৯০০ কোটি টাকার পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রকল্পটি বাতিল করল আদানি গোষ্ঠী (petchem project in Gujarat- Adani)। গ্রুপের ফ্ল্যাগশিপ আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ২০২১ সালে গুজরাতের কচ্ছ জেলায় আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের জমিতে গ্রিনফিল্ড কয়লা-টু-পিভিসি প্ল্যান্ট স্থাপনের জন্য মুন্দ্রা পেট্রোকেম লিমিটেডের কাজ শুরু করেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে টলে গিয়েছে এই শিল্পগোষ্ঠীর আর্থিক ভিত্তি। সে কারণেই পেট্রোকেমিক্যাল প্রকল্প স্থগিত বা কার্যত বাতিলের সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরও পড়ুন:কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বায়ো মাইনিং পদ্ধতিতে

২৪ জানুয়ারি প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট। ওই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ গৌতম আদানি গোষ্ঠীর (petchem project in Gujarat- Adani) বিরুদ্ধে হিসেবে জালিয়াতি, স্টক ম্যানিপুলেশন এবং অন্যান্য কর্পোরেট গভর্ন্যান্সের ত্রুটির অভিযোগ আনা হয়। ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নামে। ১৪০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় গৌতম আদানির। এর ফলে সেরা ধনীর তালিকায় ৪০-এর নিচে নেমে আসেন আদানি। সেই বিপুল পরিমাণ ক্ষতি সামলে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে এই শিল্প গোষ্ঠী। ঋণদাতা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কাজও শুরু করেছে। সেই কৌশলের অঙ্গ অনুযায়ী ঋণ পরিশোধে বিশেষ জোর দিচ্ছে সংস্থা। পাশাপাশি মূলধনের অভাবে কিছু প্রকল্পের কাজ আপাতত স্থগিত রাখার বা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে মুন্দ্রায় ১০ লক্ষ টন বার্ষিক গ্রিন পিভিসি প্রকল্প।

Latest article