সেবির নোটিশের কড়া জবাব দিল হিন্ডেনবার্গ রিসার্চ

এক বিবৃতিতে মার্কিন সংস্থা বলেছে, সেবি আমাদের বিরুদ্ধে আদানি গোষ্ঠীর শেয়ারগুলি বেচাকেনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে।

Must read

প্রতিবেদন : বিজেপি-ঘনিষ্ঠ আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি ও অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ আনা মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চকে শো-কজ নোটিশ পাঠিয়েছে সেবি। এরপরই ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) সম্পর্কে কড়া প্রতিক্রিয়া দিল হিন্ডেনবার্গ রিসার্চ। এক বিবৃতিতে মার্কিন সংস্থা বলেছে, সেবি আমাদের বিরুদ্ধে আদানি গোষ্ঠীর শেয়ারগুলি বেচাকেনার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। ২৭ জুন সেবির পাঠানো শো-কজ নোটিশ আদতে ‘অর্থহীন’। কারণ এটি একটি পূর্বনির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য বানানো অভিযোগ। ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের দ্বারা সংঘটিত দুর্নীতি ও জালিয়াতিকে আড়াল করতেই এই পদক্ষেপ। এধরনের নোটিশ আসলে দুর্নীতি ফাঁস আটকানো ও ভয় দেখানোর প্রচেষ্টা।

আরও পড়ুন-এশিয়া জয় করে গ্রামে ফিরল সিঙ্গুরের মেয়ে নেহা

হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে, যে অভিযোগ তুলে সেবি আমাদের শো-কজ করেছে সেখানে একটি ব্যাঙ্ক ও তাদের ব্রোকারেজ সংস্থার নাম প্রকাশ করা উচিত ছিল, যা তারা করেনি। এই কাজ সন্দেহজনক। আমাদের সন্দেহ, এরপর সেবি আরও একজন শক্তিশালী ভারতীয় ব্যবসায়ীকে তদন্তের সম্ভাবনা থেকে রক্ষা করার জন্য মরিয়া।

Latest article