সংবাদদাতা, হাওড়া : সম্প্রীতির আবহে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ। হাওড়ার জগাছার উনসানিতে প্রায় ১০০টি পরিবারে এখন দিনরাত এক করে জাতীয় পতাকা তৈরি করে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত থেকে শুরু করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা-সহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সেই পতাকা।
আরও পড়ুন-বাংলার বেলায় লবডঙ্কা, নিজেদের ঢাক পেটাতে ৮৪% ব্যয়বৃদ্ধি কেন্দ্রের
স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়ার উনসানিতে এক সরু গলির দু’পাশে এলাকার হিন্দু-মুসলিম উভয় পরিবারের সদস্যদেরই এখন নাওয়া-খাওয়ার সময় নেই। ফি বছরেই ওই এলাকার ছবিটা এমনটাই থাকে। এবছরও তার অন্যথা হয়নি। পতাকা তৈরি করতে করতে ওই এলাকার বাসিন্দা শেখ সরিফুল জানালেন, বিভিন্ন আকৃতির জাতীয় পতাকা তৈরি হয় এখানে। তাই দামও হয় আলাদা-আলাদা। এবছর গুজরাত থেকে বরাত এসেছে বেশি। এছাড়াও দেশের প্রতিটি রাজ্য থেকেও জাতীয় পতাকা তৈরির অর্ডার এসেছে। রেলপথের পাশাপাশি সড়কপথেও বিভিন্ন রাজ্যে ডেলিভারি দেওয়া হয়। জাতীয় পতাকা তৈরি এই এলাকায় এখন কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে। কারিগররা বলেন, এই কাজে রাজ্য সরকারও যথেষ্ট সহায়তা করে। কিছু ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলিও এই কাজ করে। প্রয়োজনে ঋণও মেলে। এর ফলে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফি বছর জাতীয় পতাকা তৈরির বরাত এখানে বেড়ে চলছে। এলাকার আর্থ-সামাজিক চিত্রেরও অনেক উন্নতি হচ্ছে। সব সম্প্রদায়ের মানুষ এক হয়ে এই পতাকা তৈরির কাজে শামিল।
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…