প্রতিবেদন: দেশের প্রতিরক্ষা-ব্যবস্থায় অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তেজস যুদ্ধবিমান প্রস্তুতকারী সরকার পরিচালিত হিন্দুস্থান অ্যারোনেটিক্সের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। সরাসরি অভিযোগ করলেন, এরা বিন্দুমাত্র ভরসাযোগ্য নয়। তাঁর এই মন্তব্যে তোলপাড় গোটা দেশ। কেন এমন মন্তব্য করলেন বায়ুসেনা প্রধান? যুদ্ধবিমান সরবরাহে বিলম্বই এই ক্ষোভের কারণ। কোনওরকম রাখঢাক না করেই এয়ার চিফ মার্শাল সরাসরি বলে দিয়েছেন, হ্যালের উপরে এই মুহূর্তে আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। আমাদের প্রয়োজন মেটানো এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা ফেরানোর দায় এখন ওই সংস্থার নিজেদেরই। ওই সংস্থাকেই উদ্যোগ নিতে হবে তাদের বিশ্বাসযোগ্যতা ফেরানোর। বেঙ্গালুরুতে ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ বক্তব্য পেশ করতে গিয়ে এই ভাষাতেই তিনি তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় সরকার পরিচালিত হ্যালের।
আরও পড়ুন-একজনের পদ্মশ্রী অন্যজনের হাতে? কেন্দ্রকে নোটিশ ওড়িশা হাইকোর্টের
জানা গিয়েছে, কয়েক বছর আগে ৪০টি তেজস মার্ক-১ সিরিজের যুদ্ধবিমান সরবরাহের বরাত হ্যালকে দিয়েছিল বায়ুসেনা। পরে দেওয়া হয় আরও ৮৩টি তেজসের বরাত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিমান সরবরাহ করতে পারেনি হ্যাল। শুধু তাই নয়, অর্ডার অনুযায়ী সব ক’টি বিমানও এখনও হাতে পায়নি বায়ুসেনা। আসলে মিগ-এর বিকল্প হিসাবে তেজসকে দ্রুত প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিয়েছে বায়ুসেনা। কিন্তু হ্যাল-এর সময়ানুবর্তিতা নিয়েই এখন গভীর সংশয় তাদের। গতমাসেই এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বায়ুসেনা প্রধান। আবার তিনি ক্ষোভপ্রকাশ করলেন এই নিয়ে।