প্রতিবাদ করতে গিয়ে গদ্দারের মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান!

সেই ভিডিও পোস্ট করে গদ্দারকে কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, এই সেরেছে!

Must read

প্রতিবেদন : কাশ্মীরে জঙ্গিহানায় নিহতদের শোকে স্তব্ধ সারা দেশ। দিকে দিকে প্রতিবাদ চলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বিজেপির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের ইন্টেলিজেন্সের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে ‘হিন্দু মরেছে হিন্দু মরেছে’ বলে চিৎকার করছে বিজেপিও। কিন্তু তার মধ্যে সবচেয়ে হাস্যকর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা গদ্দার অধিকারী। কাকে নিয়ে জিন্দাবাদ বলতে হবে আর কাকে মুর্দাবাদ দিতে হবে, সবকিছু ঘেঁটে ঘ করে ফেলেছেন গদ্দার। বিধানসভার বাইরে দাঁড়িয়ে পাকিস্তান-বিরোধী স্লোগান তুলতে গিয়ে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে লোক হাসালেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন-কাশ্মীরের ব্যর্থতা ঢাকতে হিন্দু-হিন্দু জিগির তুলেছে বিজেপি, পাক হামলা রুখতে গিয়ে শহিদ বাংলার ঝন্টু শেখ

সেই ভিডিও পোস্ট করে গদ্দারকে কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, এই সেরেছে! গুলিয়ে লাট! পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, অসম্ভব চাপে আছেন বিরোধী দলনেতা। তাই নানা অবান্তর কাজকর্ম করছেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন। দলের ভিতরের রাজনীতি, বাংলার মানুষের প্রত্যাখ্যান— সব মিলিয়ে মারাত্মক মানসিক চাপে আছেন বোঝা যাচ্ছে। তাই মুখ থেকে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বেরিয়ে যাচ্ছে। গদ্দারের এই বে-আক্কেলে কাণ্ড নিয়ে হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরাও।

Latest article