টোকিও অলিম্পিক্সে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের জন্য এক ‘চিয়ার সং’ তৈরি করলেন এ আর রহমান। গায়িকা অনন্যা বিড়লার সঙ্গে জুটি বেঁধে এই মিউজিক প্রকাশ করলেন তিনি। গানের নাম ‘হিন্দুস্তানি ওয়ে’। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই গানের প্রকাশ করেন।
এই গান নিয়ে অনুরাগ ঠাকুর বলেন,” আমি অনন্যা ও এ আর রহমানকে ধন্যবাদ জানাতে চাই এই উদ্যেগের জন্য। আমি চাই প্রতিটি ভারতীয় এই গান শুনুক। সকলের সঙ্গে ভাগ করে নিক ও দেশের অ্যাথলিটদের জন্য গলা ফাটাক।”
আরও পড়ুন-অলিম্পিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস
২ মিনিট ৫৭ সেকেন্ডের এই গানের ভিডিওতে সুন্দর একটা গল্পও বলা হয়েছে। এই ভিডিওতে লিয়েন্ডার পেজ, বিজেন্দর সিং, অভিনব বিন্দ্রা, মেরি কমদের, দেশকে অলিম্পিক্সে গর্বিত করার মুহূর্তও রয়েছে।