প্রকাশ্যে অজিত মাইতির সঙ্গে ছবি

হিরণকে নিয়ে এবার শুরু জোর জল্পনা

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনসভায় স্পষ্ট ভাষায় বেশ কয়েকবার বলেছিলেন, দল যদি দরজা খোলে তাহলে বিজেপি পার্টিটাই উঠে যাবে। তাঁর কথার মধ্যেই ইঙ্গিত ছিল বহু বিজেপি বিধায়ক-সাংসদ এবং পুরপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন অথবা বিজেপি ছাড়তে চাইছেন। প্রত্যেকেই বিজেপির নেতৃত্বের স্বৈরতান্ত্রিক মনোভাবের ঘোরতর বিরোধী। তার মাঝেই হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ছবিটি প্রকাশ্যে এসেছে। ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে হিরণ এবং পশ্চিম মেদিনীপুরের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতিকে (Ajit Maiti)। দু’জনে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। ছবিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। অজিত মাইতি বলেছেন, বিজেপির জনবিরোধী নীতি এবং স্বৈরতান্ত্রিক কাজকর্মের জন্য অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। হিরণরাও বিতশ্রদ্ধ। ৪ ফেব্রুয়ারি কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভায় হিরণকে (Hiran Chatterjee) দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিজেপির কর্মসমিতির বৈঠকের মাঝে এই ছবি প্রকাশ্যে আসায় মহা বিপদে বিজেপি। ছবিটি কবেকার সেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। ছবিটি যে শুক্রবার, ২০ জানুয়ারির ছবি নয় তা স্পষ্ট। একটি মহল বলছে ছবিটি ১০ জানুয়ারির। তবে ছবি যেদিনকারই হোক, বিজেপি শিবিরে আতঙ্ক স্পষ্ট।

আরও পড়ুন-ত্রিপুরায় নির্বাচন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রণকৌশল তৈরি তৃণমূলের

Latest article