পালিত হল ঐতিহাসিক বালুরঘাট দিবস

সেই ঘটনার স্মরণে প্রতিবছর ১৪ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করা হয়। এদিন ডাঙ্গীতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Must read

আজ ১৪ ই সেপ্টেম্বর বালুরঘাট (Balurghat) দিবস পালিত হল। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বধীনতা সংগ্রামীরা। দিনটি স্মরণ করে এদিন বালুরঘাট দিবস পালন করল বালুরঘাট দিবস উদযাপন কমিটি। এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা।

আরও পড়ুন-নেপালে আটকে শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তালডাংরার বিধায়ক

বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা মহাত্মা গান্ধির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব পড়ে বালুরঘাটেও। বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে ডাঙ্গী গ্রামে প্রায় দশ হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতে। ১৪ সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। তৎকালীন প্রশাসনিক ভবন যা বর্তমানে ট্রেজারি বিল্ডিং সেখান থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বৃটিশ কর্তারা একপ্রকার পালিয়ে বাঁচেন। তিনদিন পর যদিও বৃটিশ সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের।

আরও পড়ুন-‘উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ’, বাংলায় চাকরির পরীক্ষা দিতে এসে আফসোস পরীক্ষার্থীর

সেই ঘটনার স্মরণে প্রতিবছর ১৪ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করা হয়। এদিন ডাঙ্গীতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক ভবন চত্বরে অবস্থিত তৎকালীন ট্রেজারি বিল্ডিং এর সামনে শহীদ বেদীতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব এবং সম্পাদক সুভাষ চাকী, সুশোভন চ্যাটার্জী, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ বালরঘাটের বিশিষ্ট মানুষজন।

 

Latest article