বার্মিংহাম, ২ অগাস্ট : বার্মিংহামে ইতিহাস গড়লেন লাভলি চৌবে, রূপারানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি শইকিয়া। চার কন্যার হাত ধরে লন বোলে সোনা জিতল ভারত। কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে এর আগে কোনওদিন সোনা তো দূরের কথা, কোনও পদক পায়নি ভারত। চতুর্থ স্থানই ছিল সেরা পারফরম্যান্স। এদিন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারানোর সঙ্গে সঙ্গেই সেই পরিসংখ্যান মুছে দিয়ে ইতিহাস গড়লেন লাভলিরা।
আরও পড়ুন-চানু দিদি জুতো কিনে দিয়েছিল: বিন্দিয়ারানি
ফাইনালের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। একটা সময় তো ৮-২ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন লাভলিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও হাল না ছেড়ে ১৪ রাউন্ডের শেষে ১৫-১০ পয়েন্টে ফের লিড নেয় ভারত। তারপর শেষ রাউন্ডে আরও দু’পয়েন্ট আদায় করে সোনা ছিনিয়ে নেন লাভলি-পিঙ্কিরা।
আরও পড়ুন-নতুন পথচলা শুরু ইস্টবেঙ্গলে
এদিকে, লন বোলে সোনা জয়ের ঘণ্টাখানেক পরে আরও একটি সোনা জিতল ভারত। এবার সোনা জিতল ভারতের পুরুষ টেবল টেনিস দল। মঙ্গলবার ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নেন ভারতের ছেলেরা। ৩-০ গেমে ডাবলস ম্যাচ জিতে ফাইনালের শুরুটা করেছিলেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। কিন্তু প্রথম সিঙ্গলস ম্যাচে ১-৩ গেমে হেরে যান বর্ষীয়ান ভারতীয় তারকা শরৎ কমল। যদিও দ্বিতীয় সিঙ্গলস ৩-১ গেমে জিতে ভারতীয় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সাথিয়ান। এরপর তৃতীয় সিঙ্গলসেও সিঙ্গাপুরের খেলোয়াড়কে ৩-০ গেমে উড়িয়ে সোনা জয় নিশ্চিত করেন হরমিত।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জয়ের উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘কমনওয়েলথ গেমস, ২০২২-এ ভারতের জন্য স্বর্ণপদক জয়ের জন্য লন বোলস মহিলা দলকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা তাদের কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত, এবং আজ, তারা এই ইভেন্টে তাদের জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে!’
My heartiest congratulations to the Lawn Bowls Women’s team for their Gold Medal win for India at the Commonwealth Games, 2022.
We are immensely proud of their achievement, and today, they have created history through their win in this event!
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2022