চুঁচুড়া ঘড়িমোড়ে ঐতিহাসিক সভা

বিজেপি-শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই এদিনের প্রতিবাদসভা

Must read

সংবাদদাতা, চুঁচুড়া : দুদিন আগে হুগলি চুঁচুড়া পুরসভার ঐতিহাসিক ঘড়িমোড়ে বিজেপির ম্যাড়মেড়ে সভা হয়েছিল। ছিলেন বিরোধী দলনেতা। সোমবার সেখানেই জমজমাট সভা করল হুগলি জেলা শ্রীরামপুর সংগঠনিক জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিজেপি-শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই এদিনের প্রতিবাদসভা।

আরও পড়ুন-যাবতীয় দায় পড়ুয়াদের ঘাড়ে চাপানো হল

প্রধান বক্তা ছিলেন শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা সভাপতি অরিন্দম গুইন, তপন দাশগুপ্ত, মনোজ চক্রবর্তী, রুনা খাতুন প্রমুখ। শশী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি ক্ষমতা থাকে তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একটা সিট দখল করে দেখাক। তাদের বুথে বসার মতো এজেন্ট না থাকায়, আমাদের ছেলেদের মেরেধরে বুথে বসাচ্ছে! বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন স্নেহাশিস।

Latest article