প্রতিবেদন : ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না। এসআইআরের চাপ নিতে না পেরে বাঁকুড়ার রানিবাঁধের বিএলও হারাধন মণ্ডলের আত্মহত্যার ঘটনায় এক্স হ্যান্ডেলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়া পোস্টে একযোগে বিজেপি ও কমিশনকে তুলোধোনা করে অভিষেক লেখেন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশৃঙ্খল ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের অমানবিক চাপ সহ্য করতে না পেরে আরও এক বিএলও চরম সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন-যুদ্ধ শুরু ১ কোটি ৩৬ লক্ষের একটা নামও বাদ দিতে দেওয়া হবে না, কাল থেকে শুনানি কেন্দ্রে ক্যাম্প
এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই আতঙ্ক, মানসিক চাপ, ক্লান্তি ও ভয়ের কারণে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে কাজটি হওয়ার কথা ছিল ধাপে ধাপে, তাতে কার্যত ‘বুলডোজার’ চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কমিশন। এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে নতজানু হয়ে পড়েছে তারা। তাই এভাবে নিরীহ মানুষের মৃত্যু বিজেপির কাছে ক্ষমতার খেলায় থাকতে কোল্যাটারাল ড্যামেজ।

