সরকারি উদ্যোগে পুনর্বহাল এইচআইভি পজিটিভ শিক্ষক

মঙ্গলবার নব মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খবরটা জানালেন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অফ অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়

Must read

প্রতিবেদন : শিক্ষকের এইচআইভি পজিটিভ শুনেই গত ১৭ ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ ৯০ দিনের ছুটিতে যাওয়ার নির্দেশ দেয়। তার পাঁচদিন আগেই আরেক এইচআইভি পজিটিভ পাত্রী সুনীতা যাদবকে বিয়ে করে সবার নজর কেড়েছিলেন সৌমিত্র গায়েন। স্কুল কর্তৃপক্ষের এই আমানবিক সিদ্ধান্তের খবর পেয়েই উদ্যোগী হয় রাজ্য সরকার। আর তার জেরেই সৌমিত্রকে চাকরিতে ফেরাতে বাধ্য হল বেসরকারি সেই স্কুল।

আরও পড়ুন-কেন্দ্রের জনবিরোধী নীতি, সরব সাঁকরাইল

মঙ্গলবার নব মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খবরটা জানালেন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অফ অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়। সরকারের মধ্যস্থতায় চাকরি ফিরে পেয়ে সৌমিত্র রাজ্য সরকার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দেরিতে হলেও প্রধান শিক্ষক যে নিজের ভুল বুঝতে পেরেছেন, তা জেনে ভাল লাগছে। ওঁকে ধন্যবাদ। তবে পুনর্বহাল হলেও তিনি এই স্কুলে চাকরি করবেন কি না তা নিয়ে ভাবনাচিন্তা করছেন।

Latest article