প্রতিবেদন: বিজেপি-শাসিত রাজ্যে ধর্ষকের হাত থেকে রেহাই নেই এইআইভি (HIV) আক্রান্ত কিশোরীরও। এবারে ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হল গেরুয়া মহারাষ্ট্র। লাতুরের একটি হোমে দুবছর ধরে ধর্ষণ করা হয়েছে এইচআইভি আক্রান্ত এক নাবালিকাকে। একটি হোমে থাকত সে। ধর্ষণের অভিযোগ উঠেছে ওই হোমেরই এক কর্মীর বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতেও বাধ্য করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমজনতার অভিযোগ, বিজেপির অত্যন্ত ঢিলেঢালা প্রশাসন এবং অপদার্থতার কারণেই ঘটে গেল এমন ঘৃণ্য ঘটনা।
আরও পড়ুন-ভুল চিকিৎসায় অসাড় দেহ, স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন মধ্যপ্রদেশের শিক্ষিকা
এদিকে ওড়িশার তুমুদিবাঁধ ব্লকের দুই পৃথক সরকারি আবাসিক উচ্চবিদ্যালয়ে দুই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত দাবি করেছে বিরোধীরা। লক্ষণীয়, ওই হোমটিতে রাখা হয় শুধুমাত্র এইচ আই ভি আক্রান্ত শিশুদেরই। ১৬ বছরের ওই কিশোরীও ওই হোমের আবাসিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২০২৩-এর জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সে হোমকর্মীর লাগাতার ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার কথা কাউকে জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলে ভয়ও দেখানো হয়েছে তাকে। তবুও সে অভিযোগ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। কমপ্লেন বক্সে চিঠি ফেলার পরে তা ছিঁড়ে ফেলে দেয় হোমের লোকজন। চাপে পড়ে অবশ্য হোমের মালিক, সুপার-সহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।