এবার হংকংয়েও ছড়িয়ে পড়ল এইচএমপিভি সংক্রমণ

সদ্য ২০২৫ সাল শুরু হয়েছে। এক সপ্তাহও শেষ হয় নি। তার আগেই ফের ফিরে আসছে নতুন ভাইরাস এইচএমপিভির আতঙ্ক।

Must read

সদ্য ২০২৫ সাল শুরু হয়েছে। এক সপ্তাহও শেষ হয় নি। তার আগেই ফের ফিরে আসছে নতুন ভাইরাস এইচএমপিভির আতঙ্ক। ২০২০ সালে এভাবেই চিন থেকে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯। লকডাউনে (Lockdown) স্তব্ধ হয়েছিল পৃথিবীই। নতুন করে চিনে ভাইরাস আতঙ্ক ছড়াতেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিশ্বজুড়ে।

আরও পড়ুন-পাহাড় থেকে সেনার গাড়ি খাদে পড়ে মৃত ৪ জওয়ান

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং যদিও জানিয়েছেন শীতকালে সংক্রমণ বাড়ে। চিনের প্রশাসন নাগরিক ও পর্যটকদের স্বাস্থ্য নিয়ে সচেতন। চিনে ভ্রমণ করা সম্পূর্ণ সুরক্ষিত। ইতিমধ্যেই হংকংয়েও কয়েকজনের এইচএমপিভি-তে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-নয়া কীর্তি! মহাকাশে বরবটি চাষে আরও একধাপ এগলো ISRO

চিন থেকে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার সময় সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল ভারত। তাই এইচএমপিভি ছড়ানো নিয়ে ভারতেও উদ্বেগ ছড়িয়েছে। তবে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের আধিকারিক জানান আর পাঁচটা রেসপিরেটরি ভাইরাসের মতোই মেটানিউমোভাইরাস এই রোগ। উপসর্গ ঠান্ডা লাগার মতোই। শিশু ও প্রবীণদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

Latest article