হার্দিককে খেলানোই ভুল: হগ

Must read

দুবাই, ২৫ অক্টোবর: হার্দিক পান্ডিয়া মোটেও ফ্রন্টলাইন ব্যাটার নন। তাঁকে পাকিস্তান ম্যাচে খেলানোটাই ভুল। বললেন ব্র্যাড হগ। হার্দিক রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করলেও বল করেননি। উল্টে ব্যাট করার সময় ফের চোট পেয়েছেন। তাঁর চোট কত গভীর, তা পরীক্ষার পরই বোঝা যাবে।

আরও পড়ুন-রিকশাচালককে প্রায় সাড়ে ৩ কোটির নোটিস!

ফিট থাকলে হার্দিক কি পরের ম্যাচগুলিতে বল করবেন? অধিনায়ক বিরাট কোহলি আগে বলেছিলেন, হার্দিক অবশ্যই বল করবেন। কিন্তু নতুন করে তাঁর চোট লেগে যাওয়ার পর হার্দিককে নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু হগ বলেছেন, হার্দিক বল করতে পারলে তবেই তাঁকে খেলানো উচিত। না হলে নয়। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার বলেছেন, ‘‘আমার মনে হয় হার্দিককে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল। হার্দিকের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন ও শামির বদলে শার্দূল ঠাকুরকে খেলানো উচিত ছিল। তাতে ছয়, সাত ও আটে ব্যাট করানো যেত যথাক্রমে জাদেজা, শার্দূল ও অশ্বিনকে।” হগের পরিষ্কার বক্তব্য, হার্দিককে খেলতে হলে বল করতে হবে। ভারতীয় অলরাউন্ডারের প্রতিভা আছে, তবে হার্দিক কিছুতেই ফ্রন্টলাইন ব্যাটার নন।
রবিবারের ম্যাচে একজন বাড়তি বোলারের অভাবে ভুগেছে বিরাট কোহলির দল। ফলে পাকিস্তানের দুই ওপেনার অনায়াসে জয়ের রান তুলে নেন। বাবার আজম ও মহম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি করে দলকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় এনে দেন। তারপরই শুরু উৎসবের।

Latest article