সুমন তালুকদার, পানিহাটি : অনুপম দত্ত খুনের পর পানিহাটিতে বসন্তের রং ফিকে। এতদিন যিনি বসন্ত উৎসবের আনন্দে মাতিয়ে রাখতেন তিনি আজ নেই। তাই পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোটা আগরপাড়া এলাকা আজ মনের রংকে সরিয়ে রাখল। সাদা পোশাকে অনুপমের ছবিতে মালা দিয়েই, মোমবাতি জানিয়েই বসন্ত উৎসব পালন করলেন এলাকার মানুষ। আজ যেন অনুপমের অনুপস্থিতির দিনটি আর্তনাদ হয়ে মিলিয়ে গেল বসন্তের আকাশে।
আরও পড়ুন – শত্রুঘ্নের অপেক্ষায় আসানসোল
বসন্ত উৎসবের কয়েকদিন আগেই খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি অনুপম দত্ত। তিনি রং খেলতে খুব ভালবাসতেন। এইদিনে অনেক ছোট ছোট ছেলেমেয়েকে নতুন জামাকাপড়, রং কিনে দিতেন। এমনকী অভাবি মানুষদেরও পাঞ্জাবি, শাড়ি, জামা কিনে দিতেন এই বসন্ত উৎসবে। কিন্তু এবছরের বসন্ত উৎসবে আর অনুপম (Anupam Dutta) আগরপাড়ার মানুষের মধ্যে নেই। অনুপম দত্তের ক্লাব কিশোর সংঘ তাঁর ছবি রেখে সেখানে সবাই সাদা পাঞ্জাবি, জামা, সাদা শাড়ি পরে এসে সমবেত হন। তাঁর প্রতিকৃতিতে প্রথমেই অনুপম দত্তের (Anupam Dutta) স্ত্রী মীনাক্ষী দত্ত মালা দেন।