প্রতিবেদন : কলকাতা মহানগরীতে ডেঙ্গির দাপট রুখতে যুদ্ধকালীন তৎপরতায় পথে নেমেছে কলকাতা পুরসভা। এখনও কয়েকটি জায়গায় ডেঙ্গির প্রকোপ অব্যাহত থাকায় অভিযানে এতটুকু ফাঁক রাখতে চাইছেন না মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার স্বাস্থ্যবিভাগ সহ একাধিক জরুরি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছিল আগেই।
আরও পড়ুন-সুপার সাইক্লোনের আতঙ্ক প্রহর গুনছে এখন বঙ্গবাসী
ডেঙ্গি-ম্যালেরিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেই ছুটি বাতিলের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মেয়র জানিয়েছেন, মহানগরীর ফিভার সেন্টারগুলিতে প্রশিক্ষিত কর্মীর সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। কারণ, এইসব কেন্দ্রে রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। মশার লার্ভা নিধনের জন্য স্প্রে করার পাশাপাশি বহুতলে এবং ঘিঞ্জি এলাকায় মশার বংশবৃদ্ধি চিহ্নিত করার জন্য ড্রোনের সাহায্য নিচ্ছে পুরসভা। ১৩ নম্বর ওয়ার্ডের মুচিপাড়ায় ইতিবাচক ফল দিয়েছে এই উদ্যোগ। তবে মেয়রের মতে, আবহাওয়ার খামখেয়ালিপনার জন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে।