কেন্দ্রের নয়া নির্দেশিকায় হোম আইসোলেশনে থাকার মেয়াদ কমানো হল

কেন্দ্রের নয়া নির্দেশিকা, নিভৃতাবাসের মেয়াদ কমে হল সাতদিন

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) নতুন নির্দেশিকায় হোম আইসোলেশনে (Home Isolation) থাকার মেয়াদ কমানো হল। আগের নিয়ম পরিবর্তন করে বুধবার স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্তদের মৃদু উপসর্গ থাকলে করোনা পরীক্ষার দিন থেকে ৭ দিন পর্যন্ত বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির যদি পরপর তিনদিন জ্বর না আসে তাহলে তাঁর আইসোলেশনে না থাকলেও চলবে। তবে শেষ তিন দিনের মধ্যে যদি জ্বর আসে তাহলে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশন পর্ব শেষ হওয়ার পর নতুন করে আর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। এতদিন করোনা পরীক্ষা হওয়ার পর কমপক্ষে ১৪ দিন আইসোলেশনে থাকতে হত। এবার সেই মেয়াদ কমে অর্ধেক হল।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে গোটা দেশ থেকে এল শুভেচ্ছা বার্তা, প্রত্যেককেই ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো

শুধু ভারত (India) নয়, বিশ্বের একাধিক দেশেই আইসোলেশনে থাকার মেয়াদ কমানো হয়েছে। কারণ ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে ভয়ঙ্কর কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। সেই কারণেই বিশেষজ্ঞরা আইসোলেশনের মেয়াদ কমানোর পরামর্শ দেন। এদিন স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও হোম আইসোলেশনে (Home Isolation) থাকতে হবে। পাশাপাশি বড় কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা সে-বিষয়ে নজর রাখতে হবে। শরীরে শ্বাসকষ্টের মতো কোনও উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে-বিষয়ে খেয়াল রাখতে হবে। আইসোলেশনে থাকাকালীন যদি শরীরের কোনও সমস্যা না হয় তবে দ্বিতীয়বার আর করোনা পরীক্ষার প্রয়োজন নেই। তবে সব অবস্থাতেই মাস্ক পরা বাধ্যতামূলক।

Latest article