‘স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রক্তে রাঙা হয়ে উঠেছে’‌, বিএসএফের গুলি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট তৃণমূল কংগ্রেসের

এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) শাসক–বিরোধী দু’‌পক্ষই কেন্দ্রীয় বাহিনী (central force) নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে।

Must read

এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) শাসক–বিরোধী দু’‌পক্ষই কেন্দ্রীয় বাহিনী (central force) নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর গুলি লাগে এক ভোটারের শরীরে। চাকুলিয়ায় ভোটারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আবা শনিবারের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী‌ চাপড়া ও নাকাশিপাড়া ব্লকে বুথ কেন্দ্রে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এবার কেন্দ্রীয় বাহিনী যে গুলি চালিয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে টুইট করল তৃণমূল কংগ্রেস। সেখানে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করা হয়েছে।

আরও পড়ুন-ইডেন ম্যাচ নিয়ে আজ বৈঠক

রবিবার সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত ভোটারের ঘটনা আলোচনার বিষয় হয়ে গিয়েছে। একুশের বিধানসভার নির্বাচনে শীতলকুচির ঘটনায় বাংলা প্রতিবাদে মুখর হয়েছিল, এবার সেই ঘটনায় আবার মনে আসছে সকলের। এবার পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সেই অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেস সোমবার টুইট করে লিখেছে, ‘‌এটা এখন একেবারে পরিষ্কার যে বিজেপি বিএসএফকে লাইসেন্স দিয়েছে নিরীহ মানুষের উপর গুলি চালাতে। যাতে ক্ষমতা দখল করা যায়।’‌ আজ, সোমবার বেশ কিছু বুথে পুনর্নির্বাচন হচ্ছে।

 

Latest article