নয়াদিল্লি : ২০২২-’২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে জঙ্গি হামলায় নিহতদের সন্তানদের নাম জানতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। বলা হয়েছে, জঙ্গি হামলায় অভিভাবক হারানো পড়ুয়াদের মেডিক্যাল কোর্সে ভর্তি করা হবে সংরক্ষণের আওতায়। মোট চারটি আসন সংরক্ষিত রয়েছে এই বিভাগে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, জঙ্গি হামলায় যে সমস্ত পড়ুয়া বাবা ও মা উভয় অভিভাবকেই হারিয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় তালিকায় থাকবেন সেই সমস্ত পড়ুয়ারা, যাঁরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়েছেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, তৃতীয় ক্যাটগরিতে থাকবেন সেই পড়ুয়ারা, যাঁদের অভিভাবকের স্থায়ী কোনও সমস্যা তৈরি হয়েছে বা বিশেষভাবে সক্ষম হয়েছে পড়েছেন, অথবা গুরুতর আহত হয়েছেন। এইভাবে ধাপে ধাপে ক্যাটাগরি অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস কোর্সে পড়ুয়াদের ভর্তি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) জানিয়েছে, এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রক কোনও পরীক্ষা নেবে না। ২০২২ সালের নিট পরীক্ষার ফলাফল এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগত্যার ওপর ভিত্তি করেই এই দুই কোর্সে ভর্তি করা হবে। বিহারের গয়ার এএন মেডিক্যাল কলেজ, মুম্বইয়ের গ্র্যান্ট মেডিক্যাল কলেজ এবং ছত্তিশগড়ের রাইপুরের জেএনএম মেডিক্যাল কলেজে ভর্তি করা হবে পড়ুয়াদের।
আরও পড়ুন-রাজস্থান কংগ্রেসে কোন্দল তীব্র