২৫০ বাস্তুহীন পরিবারকে ঘর

বৃহস্পতিবার বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং বারাসত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়-সহ অন্যদের উপস্থিততে ইন্দিরা কলোনিতে জমি হস্তান্তর হল।

Must read

সংবাদদাতা, বারাসত : বাংলাদেশ থেকে আসা বাস্তুহীন মানুষদের থাকার জন্য আবাসন তৈরির উদ্যোগ নিল বারাসত পুরসভা। অসহায় মানুষদের কথা মাথায় রেখে বারাসত পুরসভাকে এই মর্মে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রায় ২৫০টি পরিবারের জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-করোনা-বার্তা নিয়ে পথে বিধায়ক ব্রজকিশোর

সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং বারাসত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়-সহ অন্যদের উপস্থিততে ইন্দিরা কলোনিতে জমি হস্তান্তর হল। বিধায়ক জানান, এই জমিতে শহর আবাসন প্রকল্পের মাধ্যমে আবাসন তৈরি করবে কেএমডিএ। আবাসনে ২৫০ পরিবার থাকবে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

Latest article