সংবাদদাতা, মালদহ : পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে। পর্যটন কেন্দ্রগুলিতে কর্মসংস্থান ও উন্নতি হয়েছে। তবে পাহাড় জঙ্গল ডুয়ার্স কেন, এবারে কর্মসংস্থানের লক্ষ্যে মালদহের পর্যটন এলাকাতেও হোমস্টে করার উদ্যোগ নিয়েছে মালদহ জেলা। মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, হোমস্টে তৈরি হয়ে গেলে সেই সংক্রান্ত তথ্য রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে আপলোড করা থাকবে । এবং সেখানেই অনলাইন বুকিং করার ব্যবস্থা থাকবে। অনলাইন বুকিং করেই পর্যটকরা মালদহের এরকম হোমস্টেগুলিতে থাকতে পারবেন।
আরও পড়ুন-অমরনাথ যাত্রীদের খোঁজ মিলল
ইতিমধ্যে ১০০ হোমস্টে তৈরির ব্যাপারে প্রস্তাব পাঠানো হবে রাজ্য পর্যটন দফতরকে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সেসব আবেদনগুলি যাচাই করা দেখা হচ্ছে। তবে গাইডলাইন অনুযায়ী হোমস্টে হবে যেখানে পর্যটকদের জন্য পৃথক ১২০ বর্গফুটের ঘর, সঙ্গে লাগোয়া শৌচাগার থাকতে হবে। উল্লেখ্য, রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলদাপাড়ার মতো পর্যটনকেন্দ্রগুলিতে ইতিমধ্যে হোমস্টে খুব জনপ্রিয়তা পেয়েছে। তেমনই মালদহের গৌড়, আদিনা পাণ্ডুয়া, জগজীবনপুরে পর্যটকদের জন্য হোমস্টে গড়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।