হংকংয়ের সাত হাইরাইজ অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ৪৪!

Must read

হংকংয়ের (Hong Kong building fire) উত্তরাঞ্চলের তাই পো জেলার (Tai Po District) ওয়াং ফুক কোর্ট এস্টেটের সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের (Hong Kong building fire) ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে নিখোঁজ অন্তত ২৮০ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধের দুপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক গোটা বিশ্ব। নেটপাড়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও। আশঙ্কাজনক অন্তত ৩০ জন। দুর্ঘটনায় দেশের ‘সর্বোচ্চ বিপদ সংকেত’ জারি করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি! আহত ২, মূল্য চোকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

অগ্নিকাণ্ডের ঘটনায় ৯০০ বেশি বাসিন্দাকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বুধবার থেকেই আগুন নেভানোর কাজে করছে দমকলের ১৪০টি ইঞ্জিন ,ঘটনাস্থলে রয়েছে ৬০টি অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত অন্তত ১৯০ থেকে ২০০ জন মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতির সকালেও চলছে উদ্ধারকাজ। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Latest article