প্রতিবেদন: একের পর এক খুন-ধর্ষণ-নাবালিকা নিগ্রহের ঘটনায় থেমে থাকছে না যোগী প্রশাসনের অপদার্থতা। এবারে যোগীরাজ্যে শুরু হয়েছে একের পর এক অনার কিলিং। অজুহাত, পারিবারের সম্মান রক্ষা। এবারে পরিবারের সম্মান রক্ষার নামে দিদিকে খুন করে মাটিতে পুঁতে দিল ভাই৷ তাকে সঙ্গ দিল মহিলার স্বামী৷ সদ্যবিবাহিতা ২২ বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার পর আখের জমিতে পুঁতে দিল তাঁর ভাই ও স্বামী৷ এই অপরাধের মদত জোগালো গ্রামেরই ২ প্রতিবেশী৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের বাগপতে৷ কী ‘অপরাধ’ ছিল তরুণীর? অভিযোগ, বিয়ের পরে বাপের বাড়িতে এসে তিনি দেখা করতে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে।
আরও পড়ুন-স্ত্রীর শরীর ও গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ নয়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বছর বাইশের তরুণীর বাড়ি বাগপতে ৷ গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেম ছিল তাঁর৷ কিন্তু তা জানাজানি হতেই বিপদের সূত্রপাত৷ মেয়েটির পরিবার যখন ওই যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কের কথা জানতে পারে তখনই জোর করে হরিয়ানায় বিয়ে ঠিক করে তাঁর৷ গতবছর ২৩ নভেম্বর হরিয়ানার সোনিপাতের কৃষ্ণের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ তারপর সব ঠিকঠাকই চলছিল৷ নতুন বছরে মেয়েটি বাপের বাড়ি আসেন, একাই৷ প্রেমিকের সঙ্গে দেখা করতে যান৷ কিন্তু প্রেমিকের সঙ্গে সাক্ষাতের কথা জানতে পারে তরুণীর ভাই৷ সে জামাইবাবুকে ঘটনাটি জানায়৷ দু’জন মিলে পরিকল্পনা করে তাঁকে খুন করার৷ এই চক্রান্তে তরুণীর ভাই সামিল করে ২ গ্রামবাসীকে৷ ওই গ্রামবাসীরা ফোন করে ডেকে আনে যুবতীকে৷ তারপরই পরিবারের সম্মান রাখতে দিদিকে গলা কেটে খুন করে বিনাউলি-দাদরি জঙ্গলে আখের জমির নীচে পুঁতে দেয় ওই যুবক৷ কিন্তু পুরো ব্যাপারটা দেখে ফেলেন গ্রামের প্রহরী৷ তিনি পুলিশে অভিযোগ করেন, ওই চারজন কোনও অঘটন ঘটিয়েছে ৷ এরপরই পুলিশ তদন্তে নেমে মাটি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করে৷ মহিলার স্বামী কৃষ্ণ, ভাই রোহিত এবং প্রতিবেশী রাজীব এবং জিতেন্দ্রেকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা খুন কথা স্বীকার করে নেয়। লক্ষণীয় বর্ষবরণের রাতে আগ্রা থেকে লখনউতে এনে একটি হোটেলে বিষ মেশানো খাবার খাইয়ে এবং অতিরিক্ত মদ্যপান করিয়ে মা ও ৪ বোনকে খুন করে এক যুবক। তারও অজুহাত ছিল, মা-বোনেদের উপরে জমি মাফিয়াদের কুনজর পড়েছিল। তাদের হাত থেকে পরিবারের সম্মান বাঁচাতেই সে খুন করে মা ও ৪ বোনকে।