গনেশ আরাধনায় মাতল হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব

আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গনেশ পুজো (Ganesh Puja)। আর সেখানে পিছিয়ে নেই বাংলা।

Must read

আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গনেশ পুজো (Ganesh Puja)। আর সেখানে পিছিয়ে নেই বাংলা। এদিন সকাল থেকেই গনেশ আরাধনায় মেতে উঠল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ঢাকের আওয়াজ ও মন্ত্রচারণ এর মধ্যে দিয়ে চলছে গনেশ পুজো। শেওরাফুলি এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষদের সাথে নিয়ে গনেশ বন্দনায় মেতেছেন হুগলি জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পুরপারিষদ সুবীর ঘোষ। জেলার অনেক জায়গায় গনেশ পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে গতকাল। বিভিন্ন প্রান্তে গনেশ পুজোর উদ্বোধন করেছেন হুগলি জেলা তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুইন।

আরও পড়ুন-বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

জেলার বিভিন্ন অঞ্চলে পুরপ্রধানরা সকলেই মেতেছে এবারের গনেশ পুজোয়। বৈদ্যবাটি এলাকায় বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন পুরপ্রধান পিন্টু মাহাতো, জেলার শ্রমিক সভাপতি মনোজ চক্রবর্তী। এদিন পুজোয় বসে হুগলি জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ জানিয়েছেন, ”আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ।আমরা সমস্ত উৎসবকেই সমান ভাবে পালন করি।আমরা যারা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দল করি তারা সারা বছর মানুষের সাথেই মিশে থাকি।মানুষের পাশে থাকি।আর এই উৎসবটাও সাধারণ মানুষদের নিয়ে তাদের সাথেই কাটাই। আজ সিদ্ধিদাতা গনেশ পুজো আজকেও আমরা সকলের সাথে এই পুজো করছি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে বাংলা সাথে সারা দেশের মানুষ ভালো থাকুক ভগবান সকলকে ভালো রাখুক।”

Latest article