প্রতিবেদন : পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকের পাশের নিরিখে এগিয়ে জেলা। তবে পিছিয়ে নেই কলকাতাও। মেধা তালিকায় তিন নম্বরে রয়েছে কলকাতা। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা। গতবছরের তুলনায় এ-বছর পাশের হার বেশি। এ-বছর মোট পাশের হার ৯০.৭৯ শতাংশ। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জন। এই বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ এবং কলা বিভাগে পাশ করেছে ৮৮.২৫ শতাংশ ছাত্র ছাত্রী। প্রথম স্থানে রয়েছে বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭। অর্থাৎ ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। দ্বিতীয় তুষার দেবনাথ কোচবিহারের বাসিন্দা, প্রাপ্ত নম্বর ৪৯৬। আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী ৪৯৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। চতুর্থ তথা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল (৪৯৪)।
আরও পড়ুন-বেসরকারি স্কুলগুলিকে ৯ মে থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর
এদিন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত করোনা কবলিত তিন বছর বাদ দিলে বিগত ১০ বছরে এ-বছর উচ্চমাধ্যমিকে সব থেকে ভাল ফলাফল হয়েছে। এই বছর প্রথম দশে হুগলি থেকে রয়েছেন ১৪ জন। কলকাতা থেকে ৪ জন পরীক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন ৬ জন পরীক্ষার্থী। পাঁচজন ছাত্র এবং একজন ছাত্রী। ষষ্ঠ স্থানে ৮ জন, সপ্তমে ১১ জন, অষ্টম স্থানে রয়েছেন ১৬ জন। নবম এবং দশম স্থান অধিকার করেছেন যথাক্রমে ১৭ এবং ১০ জন ছাত্র-ছাত্রী।