সংবাদদাতা, হুগলি : সিঙ্গুরের পর চণ্ডীতলা। একই পরিবারে তিনজন নিষ্ঠুরভাবে খুন হলেন। শাবল ও চপার দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়। নৈটির বাসিন্দা সঞ্জয় ঘোষ (৪৫), স্ত্রী মিতালি (৩৬) ও তাঁদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করল তাঁদেরই খুড়তুতো ভাই শ্রীকান্ত ও তপন ঘোষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরেই দুটি পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। একবার সালিশি সভা ডেকে মেটানোর চেষ্টাও হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে আটক করেছে পুলিশ। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। ২ ডিসেম্বর সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে খুন করে তাদেরই আত্মীয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
আরও পড়ুন : স্টেশনে হকার উচ্ছেদে প্রতিবাদ
আজ চণ্ডীতলায় একই ঘটনার পুনরাবৃত্তি হল বলা যায়। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত শ্রীকান্ত সাত-আট মাস আগে মুম্বই থেকে ফিরেছে। ফিরে আসা পর থেকেই তাকে অবসাদগ্রস্ত দেখাত। কারও সঙ্গে কথা বলত না। জমিজায়গা নিয়ে দাদা-বৌদির সঙ্গে যে বিবাদ চলছে, সে-কথাও কাউকে বলেনি। এদিন হঠাৎ সে শাবল নিয়ে প্রথমে দাদা সঞ্জয়ের ওপর হামলা চালায়। বৌদি মিতালি কুটনো কাটছিলেন, স্বামীর চিৎকার শুনে এসে বাধা দিতে গেলে তাঁকেও আক্রমণ করে খুন করে। বাবা-মায়ের এই পরিণতি দেখে ১৭ বছরের মেয়ে শিল্পা পালাতে গেলে তাকে প্রথমে শাবল দিয়ে আঘাত করে। পরে চপার দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওঁদের।