প্রতিমা নিরঞ্জনের সময় মাল নদীতে ভয়াবহ দুর্ঘটনা, হড়পা বানে মৃত্যু

দশমীর সন্ধেয় মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয় মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চলের বেশ কিছু পুজো কমিটি।

Must read

মালবাজারের (Malbazar) মাল নদীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ করেই হড়পা বান নিরঞ্জন দিতে আসা অনেককে ভাসিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে তিনজনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়ে উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার তরুণী

এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ৪০জন। দশমীর সন্ধেয় মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয় মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চলের বেশ কিছু পুজো কমিটি। ওই সময় হড়পা বান এলে বিসর্জন দিতে নদীতে নামা অনেকেই ভেসে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। তিনটি মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ৪০ জন। জলের স্রোত বেশি থাকায় এবং অন্ধকারের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এলাকায় প্রচুর আলো লাগানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জন।

Latest article