রাজস্থানে জয়পুর-বিকানের (Jaipur Bikaner) জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত চার এবং জখম কমপক্ষে ২৭। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ রাজস্থানের সিকর জেলার ফতেপুরের কাছে জয়পুর-বিকানের জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। একটি স্লিপার বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা তবে বাকিদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন-চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
জানা গিয়েছে, ঘটনার সময় স্লিপার বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। পুলিশের মতে, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পনেরো জনকে সিকার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে সিকার জেলা হাসপাতাল থেকে জয়পুরের এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর ভ্রমণ করে এই বাসের যাত্রীরা গুজরাটে ফিরছিল বলে খবর। ধাক্কার মাত্রা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় প্রশাসনের তরফে। গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

