বেহালার অভিজাত বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

যদিও কী কারণে আগুন লাগল, সেটা এখনও পর্যন্ত জানা যায় নি। মনে করা হচ্ছে কোনওভাবে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে থাকতে পারে

Must read

বেহালার (Behala) জেমস লং সরণির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বহুতলের উপরের তলায় আগুন লেগেছে। সাদা রঙের ওই বহুতলের একটি ফ্ল্যাটের জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আগুন লাগার পরেই বহুতলের বাসিন্দাদের সচেতন করা হয়। তাঁরা দ্রুত ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন।

আরও পড়ুন-কাশ্মীরে রামবানে গভীর খাদে সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান

ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। দমকলকর্মীরা বহুতলের ভিতরেও প্রবেশ করতে পেরেছেন তবে দাহ্য আসবাবপত্র থাকায় আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে। চারপাশের বাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে হচ্ছে। যদিও কী কারণে আগুন লাগল, সেটা এখনও পর্যন্ত জানা যায় নি। মনে করা হচ্ছে কোনওভাবে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে থাকতে পারে।

আরও পড়ুন-কটকে সেতু নির্মাণস্থলে ক্রেন ভেঙে নিহত ৩, আহত ৫

কয়েক দিন আগেই বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। তাতে প্রাণহানিও হয়। এরপর সল্টলেক সেক্টর ফাইভে অগ্নিকাণ্ডের ঘটনা আর এবার বেহালা জেমস লং সরণির বহুতলে আগুন শহরবাসীকে বেশ আতঙ্কের মধ্যেই ফেলছে।

Latest article